ঘুষ দিয়ে নেওয়া চাকরির বেতন কি হারাম?
প্রশ্ন : ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম। এটা আমরা সবাই জানি, কিন্ত যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, তাদের চাকুরির টাকা বা উপার্জন সবই কি হারাম হবে?
জবাব : ঘুষ দেওয়া-নেওয়া হারাম। কেননা হাদিসে এসেছে, ‘রাসুলুল্লাহ (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহণকারী উভয়কে অভিসম্পাত করেছেন।’ (আবু দাউদ, হাদিস : ৩৫৮২)
তাই ঘুষ দিয়ে চাকরি নেওয়া বৈধ হবে না। এতে একদিকে ঘুষ প্রদানের কবিরা গুনাহ হয়, অন্যদিকে ঘুষদাতা অযোগ্য হলে অন্য চাকরিপ্রার্থীর হক নষ্ট করারও গুনাহ হয়।
অবশ্য কেউ যদি প্রকৃতপক্ষে চাকরির যোগ্য হয় এবং ঘুষ প্রদান হারাম হওয়া সত্ত্বেও ঘুষ দিয়ে চাকরি নেয়, আর পরবর্তীতে সে যথাযথভাবে দায়িত্ব আঞ্জাম দেয়, তাহলে এভাবে চাকরি নেওয়া অবৈধ হলেও বেতন হালাল হয়ে যাবে। কিন্তু যদি সে তার কর্মক্ষেত্রের অযোগ্য হয় এবং যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তার জন্য ওই চাকরিতে থাকা বৈধ হবে না। আর ঠিকমত দায়িত্ব পালন না করে বেতন নেওয়াও বৈধ হবে না। (তিরমিজি, হাদিস : ১৩৩৭)
উত্তর দিয়েছেন : মাওলানা উমায়ের কোব্বাদী নকশবন্দী
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন