চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/IMG_20231216_201848.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মো. মিরাজুল ইসলাম নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মিঠানালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাত্তারপুকুর গ্রামের সাত্তার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মিরাজুল ওই বাড়ির মো. কামরুল হাসানের পুত্র।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের দিকে গৃহস্থলীর কাজে ব্যস্ত ছিলেন তার মা। এমন সময় সবার চোখের অগোচরে এক সময়ে পুকুরে পানিতে ডুবে যায় শিশু মিরাজুল। দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পাশে পুকুরে পানিতে তাকে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তৃব্যরত চিকিৎসক মিরাজুল মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাশেম বলেন, ১নং ওয়ার্ডের পাত্তারপুকুর গ্রামের সাত্তার বাড়িতে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টা খুবই দুঃখজনক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন