চট্টগ্রামের শতাধিক গ্রামে পালিত হচ্ছে ঈদ
দক্ষিণ চট্টগ্রামের শতাধিক গ্রামে চন্দনাইশস্থ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা মঙ্গলবার ঈদুল ফিতর পালন করেছেন।
দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা শাহ্সুফি সৈয়্যদ মোহাম্মদ আলীর (মাঃজিঃআঃ) ইমামতিতে ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসুল্লিরা।
এছাড়াও জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবারের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চন নগন, জুনিগোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, স্টেশন, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, হারালা, সাতবাড়িয়া, উত্তর হাশিমপুর, সৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, শ্রীমাই, রুপকানিয়া, জলদী, গুনাগড়ি, কালিপুর, গন্ডামারার মিরিঞ্জিরিতলা, সনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরনদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তরসুখছরি, বাংলাবাজার, মাইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গা, পুরানগর, মালেয়াবাদ গ্রামে ঈদ উৎসব পালিত হচ্ছে।
এছাড়া সীতাকুণ্ড, সন্দীপ, মীরেরসরাই, হাটহাজারী, রাঙ্গুনিয়া, উখিয়া, বান্দরবান, আলীকদম, নোয়াখালীর বেগমগঞ্জ, লক্ষ্মীপুর, কুতুবপুর, ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ঈদ পালিত হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন