চট্টগ্রামের সেই ভেড়া মার্কেটে ফের আগুন
চট্টগ্রামের ব্যস্ততম সেই চাক্তাই ভেড়া মার্কেটে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তবে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি অগ্নিনির্বাপক দলের কেউই।
চট্টগ্রাম বিভাগীয় অগ্নিনির্বাপক কন্দ্রের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, গত বছর এক অগ্নিকাণ্ডে এই মার্কেটে ঘুমন্ত ৯ নারী-পুরুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সেই মার্কেটে ফের আগুনের খবর। অগ্নিনির্বাপক ৫টি কেন্দ্রের ১৩টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি নগরের বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেটে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত্যু বরণ করেন ৯ নারী, পুরুষ ও শিশু। সে সময় পুড়েছে প্রায় ২০০ ঘর। সেই দগদগে স্মৃতি এখনও স্বজনদের কাঁদায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন