সদস্য সচিব রিজভি
চট্টগ্রামে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজর প্রাক্তন শিক্ষার্থী পরিষদ নির্বাচন প্রধান সমন্বয়ক শাহেদ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/10/Messenger_creation_2E871256-4A5A-499D-8141-E43F591560AF-1-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
উত্তর চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ (প্রকাচৌক) এর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান সমন্বয়ক পদে নির্বাচিত হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. শাহেদ আহসান এছাড়া সদস্য সচিব পদে নির্বাচিত হয়েছেন ১৪তম ব্যাচের মেহেদী হাসান রিজভি।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১টা থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আহবায়ক কমিটির আহবায়ক মিয়া মোহাম্মদ ছায়েদ। এতে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের সহকারী অধ্যক্ষ মো. কামাল উদ্দিন, শিমুল ভৌমিক, মো. নাজিমুজ্জামান ও ওমর ফারুক।
প্রাক্তন শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে উৎসবমুখর পরিবেশে নির্বাচিত হওয়া অন্য সদস্যরা হলেন- সমন্বয়ক আলতাফ হোসেন, যুগ্ম-সমন্বয়ক নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, যুগ্ম-সদস্য সচিব রাকিবুল হাসান, অর্থ সচিব জিয়াউল হক, যুগ্ম-অর্থ সচিব ইমাম হোসেন, দপ্তর সম্পাদক ইমাম ফারুক, সহযোগী-দপ্তর সম্পাদক এসএম ফারহান লাবিব, প্রচার সম্পাদক রাকিবুল হাসান তুহিন, সহযোগী প্রচার সম্পাদক সাবিত খান শ্রাবন, ছাত্রী-বিষয়ক সম্পাদিকা নাজমা আক্তার।
এতে আগামী ২০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে,বলা হয়। আগামী দুই বছর তাঁরা দায়িত্ব পালন করবেন।
প্রধান সমন্বয়ক সাহেদ আহসান বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে আজকে আমাদের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
কলেজের ২০০১ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাচ ভিত্তিক কমিটির সমন্বয়ে তাদের মনোনীতভাবে একটি আহবায়ক কমিটি গঠিত হয়। ওই কমিটির নির্ধারিত সময় অনুযায়ী আজকে তারা সুন্দর একটি নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় আমি সকলের কাছে কৃতজ্ঞ।
এ প্রাক্তন শিক্ষার্থী আরও বলেন, আমাদের আর এক মাস পরই কলেজের ২৫ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে আমরা রজতজয়ন্তী উৎসবের আয়োজন করবো। আমরা সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।
আমাদের পূর্বের কমিটিও সমাজ উন্নয়নে কাজ করেছে। আমরাও সে ধারাবাহিকতা অব্যাহত রেখে মেধাবী শিক্ষার্থী, দরিদ্র তহবিল, শিক্ষাবৃত্তিসহ কলেজের উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন