চট্টগ্রামে স্বামী-স্ত্রী মিলে ইয়াবা ব্যবসা, অবশেষে পুলিশের হাতে ধরা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/img8998.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চট্টগ্রামের মিরসরাইয়ে এক হাজার ১০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়লেন স্বামী-স্ত্রী। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের জোবেদা ফার্মেসির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, গাইবান্ধা পৌর সদরের তিন গাছের তলপাড়া এলাকার মাসুদ রানার ছেলে জিয়াউর রহমান প্রকাশ জীবন (২৫) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (২২)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, বারইয়ারহাট পৌরবাজারে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছে। কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে বারইয়ারহাট আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন