চবি উপাচার্য প্রফেসর মো আবু তাহেরকে একেবিসিয়ানদের সংবর্ধনা
চট্টগ্রামের সাতকানিয়ায় আমিলাইষ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনিস্টিটিউট প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কর্তৃক সংবর্ধিত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো আবু তাহের।তিনি উক্ত প্রতিষ্ঠানের এসএসসি ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।
শনিবার (১৩ জুলাই) সকাল ১০ টার সময় স্কুল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক প্রফেসর ডা. আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক মো আবু তাহের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ সার্জারী বিভাগের প্রধান ডা. এয়াকুব হোসেন।এতে প্রসূন কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. এয়াকুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর,বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান মারুফ, প্রধান শিক্ষক মাহফুজুর রহমান,শিক্ষক আবুল মনসুর,প্রাক্তন পরিষদের সদস্য সচিব আ ফ ম আখতারুজ্জামান কায়সার,নাছির উদ্দীন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আহবায়ক কমিটির এনামুল হক মিঠু,আবু সুফিয়ান মিয়া, ইউসুফ, সায়েম, আরমান, সাহেদ, মাসুদসহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।এছাড়াও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।শুরু থেকে শেষপর্যন্ত কানায় কানায় ভরপুর হয়ে উঠে হুলরুম।সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং দুপুরে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক ডা. আব্দুল কাদেরের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন