চাঁদ দেখা গেছে, মাহে রমজান শুরু রোববার

দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় রোববার থেকে শুরু হচ্ছে রোজা। আজ শনিবার তারাবির নামাজ শুরু হবে। শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা শেষে দেশের আকাশে চাঁদ দেখার কথা জানানো হয়।

যার অর্থ দেশের মুসলমান সম্প্রদায় শনিবার রাতে তারাবির নামাজ পড়ার পর ভোররাতে সেহরি খাবেন। রোববার থেকে রোজা করবেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শনিবার থেকেই রোজা শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।