চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মনাকষা ইউনিয়নের তারাপুর মড়লপাড়া গ্রামের কালু মণ্ডলের ছেলে হিল্লোল ওরফে মিলন (২৭) ও একই ইউনিয়নের আলহাজ আফসার আলির ছেলে সেনারুল ইসলাম সেনা (৩২)।
স্থানীয় ও নিহতদের স্বজনরা জানায়, মঙ্গলবার ভোররাতে শিবগঞ্জের মনাকষা ইউনিয়ননের মাসুদপুর সীমান্তের ৪/৫ ১এস নং পিলার এলাকা দিয়ে কয়েক বাংলাদেশি ফেনসিডিল আনতে শোভাপুর ক্যাম্প এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় শোভাপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা টের পেয়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন নিহতদের মধ্যে মিলনের লাশ ঝড়– ডিলারের আম বাগানে পড়ে আছে। সেনারুল ইসলামের লাশের সঠিক কোনো খোঁজ পাওয়া যাযনি। তবে বিভিন্নভাবে জানা গেছে সেনারুলের লাশ বিনোদপুর খাসের হাট এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
এ ব্যাপারে মনাকষা ইউপির ৮নং ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন ও ৯ নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাবিল বিএসএফের গুলিতে দুইজন নিহত হওয়ার বিষযটি নিশ্চিত করে জানান, ভোররাতে গুলির শব্দ শোনা গেছে। পরে জেনেছি দুইজন নিহত হয়েছেন। এরা ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত ছিল এমন অভিযোগ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারওয়ার জানান, ঘটনা শুনেছি। খোঁজ খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন