চার অভিজাত এলাকায় অবৈধ স্থাপনা সরাতে সময় ১০ মাস
রাজধানীর অভিজাত চার আবাসিক এলাকা গুলশান, বনানী, বারিধারা ও ধানমন্ডি থেকে সকল ধরনের অবৈধ স্থাপনা ও বাণিজ্যিক ভবন আগামী ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত ২৩৩টি রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন এ বিএম আলতাফ হোসেন। রাজউকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা অপসারণ করতে গেলে এসব স্থাপনার মালিকরা হাইকোর্টে রিট আবেদন করেন। বিভিন্ন সময়ে দায়ের হওয়া এসব আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছিল আদালত। এরকম ২৩৩ রিট আবেদনের রুল নিষ্পত্তি করে আদালত আজ এ রায় ঘোষণা করলো। এ চার আবাসিক এলাকায় যেসব বাণিজ্যিক ভবন আছে সেগুলো ১০ মাসের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় রাজউককে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন