চিকিৎসকদের আন্দোলনে ‘অচল’ বেসরকারি হাসপাতাল, ভোগান্তি চরমে
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস ও অপারেশন বন্ধের কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের সব বেসরকারি হাসপাতালের কার্যক্রম। এতে রোগীদের ভোগান্তিও চরমে পৌঁছেছে।
সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন কোনো ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অপারেশন করছেন না ডাক্তাররা। এতে বেসরকারি হাসপাতালের বেশিরভাগ কার্যক্রম বন্ধ হয়ে আছে।
রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, দূর-দূরান্ত থেকে রোগী এসে সেবা না পেয়ে পড়ছেন বিপাকে। অনেকেই অন্যান্য হাসপাতালে গিয়েও দেখেন একই অবস্থা। শেষমেষ ফিরে গেছেন বহু রোগী। এতে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
জানা গেছে, সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন সার্জারির রোগীরা। কারণ আন্দোলনের অংশ হিসেবে বেসরকারি হাসপাতালে অপারেশনও করছেন না চিকিৎসকরা। এমনকি ডাক্তারের অভাবে বহু হাসপাতালে জরুরি টেস্টও হচ্ছে না।
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার হয়েছেন দুই চিকিৎসক। তাদের মুক্তির দাবিতেই এ কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন