চিকিৎসক সংকটে বাগেরহাটের শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্স
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারী চিকিৎসকদের যোগদানের পর প্রথম দুই বছর নির্ধারিত কর্মস্থলে থেকে সেবা দেয়ার বিধান থাকলেও তা উপেক্ষা করে আমলা ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে চাকুরী স্থায়ী করার শর্ত ভঙ্গ করে তদবিরের মাধ্যমে সংযুক্তিতে অন্যত্র চলে গেলেন বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকারী ছয় চিকিৎসক।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ কাগজে কলমে ১৫ জন চিকিৎসক দেখানো হলেও বাস্তবে রয়েছেন ৭ জন। যে কারনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় দেড় লক্ষাধিক মানুষ। দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসকের দেখা না পাওয়ায় চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে অনেকেই। চিকিৎসক সংকটের কারনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ^াস ও আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম ফয়সাল আহমেদ প্রশাসনিক কাজে ব্যস্ত থাকলেও চিকিৎসক সংকটের কারনে বর্তমানে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রæয়ারী ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে কনসালটেন্ট, মেডিসিন, সার্জারী, গাইনি ও শিশু বিশেষজ্ঞ সহ ৮ জন চিকিৎসক যোগদান করেন। এদের মধ্য থেকে ডা. কেয়া ও ডা. শাহানা রহমান মাতৃত্বকালীন ছুটিতে। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বেতন ভাতা সহ চাকুরী স্থায়ীকরনের সকল সুযোগ সুবিধা নিয়েও সংযুক্তিতে রয়েছেন নতুন যোগদানকৃত চিকিৎসকদের মধ্য থেকে ডা. তাহসেনা হক প্রমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ডা. ইসরাত জাহান বাগেরহাট সদর হাসপাতালে। এছাড়া, দীর্ঘদিন ধরে সংযুক্তিতে রয়েছেন ডা. আরিফুল ইসলাম রাকিব খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, ডা. সুদিপ ও ডা. রবিউল ইসলাম বাগেরহাট সদর হাসপাতাল ও ডা. নাদিরা নওরীন মহাখালী কোভিড-১৯ কন্ট্রোল রুমে কর্মরত আছেন। সংযুক্তিতে থাকা ছয় চিকিৎসক শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকুলে নিয়মিত বেতন ভাতা তুলছেন। যে কারনে স্বাস্থ্য অধিদপ্তর শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগ দিচ্ছেন না বলে একটি সূত্র জানায়।
শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বাস্থ্য কমপ্লেক্সের স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান পারভেজ বলেন, অনেক চেষ্টার পরে হাসপাতালের ডাক্তার সমস্যা সমাধান হয়েছে। যোগদানের মাস পেরোনের আগেই কয়েকজন চলে যাওয়ায় পুনরায় চিকিৎসক সংকটের বিষয়টি দুঃখজনক। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল জানান, বিষয়টি বাগেরহাট জেলা সিভিল সার্জন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে তারা শীগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুরুল মুর্শিদ জানান, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছয় চিকিৎসক সংযুক্তিতে আছেন বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অতি শীগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন