চীনে প্রচণ্ড বৃষ্টিপাতে ৫ জনের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/China.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শাংজি প্রদেশের আনকং নগরীতে প্রচণ্ড বৃষ্টিপাতে পাঁচজন মারা গেছেন। এছাড়া আরও চারজন নিখোঁজ রয়েছেন।
সেখানে মঙ্গলবার থেকে এ বৃষ্টিপাত শুরু হয়। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার।
নগরীর বন্যা নিয়ন্ত্রণ সদর দফতর জানায়, বৃষ্টিপাতের কারণে প্রায় দেড় লাখ লোক ক্ষতির মুখে পড়েছে। এতে স্থানীয় সরকার ২৭ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
তারা আরও জানায়, বৃষ্টিপাতে কমপক্ষে দুই হাজার ঘরবাড়ির এবং ১২ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এতে সরাসরি প্রায় ৮ কোটি ১০ ডলার মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার প্রাদেশিক আবহাওয়া দফতর প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য জারি করা নীল সংকেত তুলে নিলেও তারা বন্যা ও ভূমিধসসহ ভূ-তাত্ত্বিক দুর্যোগের ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকতে বলেছে।
উল্লেখ্য, চীনে চার প্রকারের আবহাওয়া সতর্কতা ব্যবস্থা চালু রয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ স্তরে লাল এবং এর পরের স্তরগুলোতে রয়েছে যথাক্রমে কমলা, হলুদ ও নীল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন