চীনে ভূমিধসে শতাধিক নিখোঁজ
চীনে ভূমিধসে শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সকাল ৬টার দিকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের জিনমো গ্রামে এ ঘটনা ঘটেছে।
দেশটির সরকারি টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, আজ সকালে মাও কাউন্টি অঞ্চলের জিনমো গ্রামে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে ওই এলাকার প্রায় ৪০টি বাড়িঘর বিধ্বস্ত হয়। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, ঘটনাস্থলে ৫০০ উদ্ধারকর্মী কাজ করছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ হওয়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছে।
এদিকে, স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে সিনাহুয়া নিউজ জানিয়েছে, ভূমিধসের কারণে একটি নদীর প্রায় দুই কিলোমিটার এলাকা মাটি পড়ে বন্ধ হয়ে গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন