চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে শতাধিক মানুষের মৃত্যু
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১১১ জন নিহত ও ২২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে এ ভূমিকম্প আঘাত হানে। খবর বিবিসির।
চীনের প্রভাবশালী গণমাধ্যম সিজিটিএন এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ৬.২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। সেখানে দেশটির জাতীয় জরুরি সতর্কতা জারি করে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।
এদিকে, ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার (ছয় মাইল)। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে চীনের স্থানীয় গণমাধ্যমগুলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন