চুয়াডাঙ্গায় হেলপারের ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/643afa3a-aabf-4359-9ed0-14c9908b6f19-900x450.jpg)
চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খবির উদ্দিন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আলমডাঙ্গা উপজেলার আসমানখালি বাজার এলাকার বন্দর মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে। তিন সন্তানের জনক ছিলেন খবির উদ্দিন শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত খবির উদ্দিন ওই উপজেলার চিৎলা ইউনিয়নের বড় হাপানিয়া গ্রামের দক্ষিনপাড়ার মৃত. ইউসুফ আলীর ছেলে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন খবির উদ্দিন। নিহতের পরিবার ও উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকচালকের আসনে হেলপার হুসাইন ছিলো। আসমানখালি বাজার এলাকার বন্দর মোড়ে পৌছালে পিছন থেকে বাইসাইকেলকে ধাক্কা দেয়। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান খবির উদ্দিন। এ ঘটনায় সময় স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন