চুয়াডাঙ্গায় ৫ জুয়াড়ি নারীপুরুষসহ ১৭জন গ্রেফতার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৫ জুয়াড়িসহ ১৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২ জুন) রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে বিভিন্ন মামলার ১২ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদের মধ্যে ৫ জুয়াড়ীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে, প্রতিনিয়ত জুয়ার আসর বসে টাকপাড়া গ্রামে বিদ্যুতের চায়ের দোকানে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ তারিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৫ জনকে আটক করে। আটককৃতরা, টাকপাড়া গ্রামের জেহের আলীর ছেলে জুয়েল মন্ডল (৩২), একই গ্রামের মৃত কছিম মন্ডলের ছেলে বাচ্চু মিয়া (৪০), নজরুল ইসলামের ছেলে ফারুক (৪০), মৃত আমিরুল মোল্লার ছেলে জাহিদুল ইসলাম (৪১), শাহাদত মন্ডলের ছেলে বকুল হোসেন (৩৭)।
এদিকে, আলমডাঙ্গা থানা ও বিভিন্ন ক্যাম্প পুলিশের অভিযানে জিআর, সিআর ও সাজা পরোয়ানাভুক্ত ১২জনকে গ্রেফতার করেছে। তাদের সকলকে গতকালই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা থানার পরোয়ানাভুক্ত জিআর মামলার আসামীরা হলো, পারী:জারী মামলার আসামী নান্দবার গ্রামের খোদাবক্সের ছেলে তরিকুল ইসলাম, রায়লক্ষিপুর গ্রামের মৃত নছিম মন্ডলের ছেলে ইয়াকুব আলী, হাকিমপুর গ্রামের খোরজেল আলীর ছেলে আজিজুল হক আজু, এরশাদপুর গ্রামের মন্টুর ছেলে মনোয়ার হোসেন ও ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন।
আলমডাঙ্গা থানার পরোয়ানাভুক্ত সিআর মামলার আসামীরা হলো, জামালপুর জেলার সদর উপজেলার ২০২২ সালের সিআর মামলায় জোড়গাছা গ্রামের রকির ছেলে মোখলেছুর রহমান, মুৃত ইসলামের ছেলে মিল্টন আলী, মোজামের দুই ছেলে সুলতান ও সবুজ, মিল্টনের স্ত্রী রেজিয়া ও মেয়ে চুমকী। আইলহাস গ্রামের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মনির উদ্দিনের ছেলে ফকরুল ইসলাম বিশ্বাস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন