চুরি করে চিঠি দিল চোর, কি লিখা ছিল তাতে?
চোর চুরি করে গেলে কি আর চোরাই মাল ফেরত দেয়? তাও আবার চিঠি দিয়ে? সাধারনত এমনটা কল্পনা করা না গেলেও সম্প্রতি ভারতে এমনটাই হয়েছে।
পরিবারের লোকজন গিয়েছিল বিয়ের অনুষ্ঠানে। আর সেই সুযোগে ফাঁকা বাড়িতে চোর বাবাজির হানা। বাড়ির লোক ফেরত এসে বুজতে পারলেন মুল্যাবান কিছু গয়না ও অন্যান্য কিছু দামী জিনিস উধাও।
বিষয়টি বুঝতে পেরে থানায় জানিয়ে রাখে তারা। তবে এই ঘটনার দুই দিন পরই ঘটে আশ্চর্যজনক ঘটনা।
আচমকাই বাড়ির দরজায় একটি চিঠি-সহ চুরি যাওয়া সমস্ত সামগ্রীই পড়ে থাকতে দেখেন ওই পরিবারের সদস্যরা। চোর আসলে সমস্ত চুরি যাওয়া জিনিসই ফিরিয়ে দেয়।
চিঠিতে লেখা ছিল— ‘‘দয়া করে আমায় ক্ষমা করে দেবেন, দায়ে পড়ে আমাকে চুরি করতে হয়েছে, আমাকে গ্রেফতার করবেন না।’’
চোরের এহেন কাণ্ডে হতভম্ব হয়ে যান পরিবারের সদস্যরা। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় ওই পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন