চুলের বৃদ্ধি বাড়ানোর নানা উপায়
ত্বকের যতে্ন অ্যালোভেরা ব্যবহারের কথা আমরা সবাই জানি। তেমনি চুলের যতে্ন ও সমান উপকারী অ্যালোভেরা। চুল পড়া, খুশকি, চুলের আগা ফাটাসহ নানা সমস্যায় এই উপাদানটি ব্যবহার করতে পারেন। বিশেষ করে চুলের বৃদ্ধিতেও খুব কার্যকর অ্যালোভেরা।
অ্যালোভেরা পাতা থেকে টাটকা জেল বের করে সরাসরি স্ক্যাল্পে লাগিয়ে নিন। কয়েক মিনিট স্ক্যাল্পে ম্যাসাজ করুন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করুন। অ্যালোভেরা জেলের ম্যাসাজে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে। ফলে চুলের বৃদ্ধি ঘটবে।
নারিকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে নিন ভালোভাবে। আধ-এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। নারিকেল তেল চুলে পুষ্টির জোগাবে। এই তেলে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই, যা রুক্ষ এবং শুষ্ক চুলকে আর্দ্র করে তোলে। অ্যালোভেরা চুলের ফলিকল ভালো রাখে।
ক্যাস্টর অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। ক্যাস্টর অয়েল স্ক্যাল্পে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
আবার টক দইয়ের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে লাগাতে পারেন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এই হেয়ার মাস্ক মাথার ত্বকের পিএইচ-এর ভারসাম্য বজায় রাখে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। মধুর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগিয়ে নিন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এই মিশ্রণ চুলকে ময়েশ্চারাইজ করবে। স্ক্যাল্প ও চুল সুস্থ রাখবে।
গ্রিন টি ও অ্যালোভেরা পাতা থেকে টাটকা জেল বের করে মিক্সিতে পেস্ট করে নিন। গ্রিন টি ঠান্ডা করে অ্যালোভেরা জেলের সঙ্গে মেশাতে হবে। এই মিশ্রণটি চুল ও মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। গ্রিন টি চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
কিংবা অ্যালোভেরা এবং মেথি মেথি গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন। ভেজানো মেথি বীজ বেটেও ব্যবহার করতে পারেন। মেথি চুলের গোড়া মজবুত করে এবং বৃদ্ধি ঘটায়। পুরো চুলে এবং স্ক্যাল্পে মিশ্রণটি লাগিয়ে ফেলুন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন