চুয়াডাঙ্গায় সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/মৃত্যু.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে হিমেল নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হিমেল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড়দুধপাতিলা গ্রামের পূর্বপাড়ার দিনমজুর মহিদুল ইসলামের ছেলে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার বড়দুধপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাগেছে, বুধবার দুপুরে চকলেট খাওয়ার জন্য মায়ের কাছে বায়না ধরে শিশু হিমেল। পরে তার মা তাকে টাকা দিলে বাড়ির পাশের দোকানে চকলেট কিনতে যায়। দোকানে যাওয়ার পথে কোনো এক সময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বিষয়টি জানার পর হিমেলকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়। ওঝা কিছুক্ষণ ঝাড়ফুঁক দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খাঁন ফখরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন