চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ময়ালার স্তূপে মৃত নবজাতক উদ্ধার
চুয়াডাঙ্গায় সদর হাসপাতাল থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) জরুরি বিভাগের সামনে নতুন ভবন সংলগ্ন ময়লার স্তুপ থেকে মৃত অবস্থায় পাওয়া যায়।
জানা যায়, এদিন অজ্ঞাত এক রোগীর স্বজনরা হাসপাতালে আসে। ময়লার ম্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় স্তূপের মধ্যে নবজাতকের মাথার চুল দেখতে পায়। সেসময় জরুরী বিভাগে খবর দেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন পড়ে ধাকা ময়লার ভেতর থেকে মৃত নবজাতককে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, স্বেচ্ছাসেবকদের কাছ থেকে শোনার পর নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। তবে একদিনের মেয়ে নবজাতক বলে ধারণা করা হচ্ছে ।
এ বিষয়টি সদর থানায় জানানো হয়। কিন্তু ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর আসল কারণ জানা যাবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন