চুয়াডাঙ্গা সীমান্তে ১২ কেজি রূপার গহনাসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা বড় বলদিয়া থেকে ১২ কেজি রূপার গহনাসহ নাজমুল ইসলাম (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ আগস্ট) বিকেল ৩ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান।
বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়বলদিয়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় অভিযান চালান বড় বলদিয়া বিওপি টহল দল। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত আক্তারুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (১৯) কে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১২ কেজি (১০২৮.৮০ ভরি) ভারতীয় রূপার গহনা, মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড জব্দ করা হয়। এ সময় পালিয়ে গেছে দুই পাচারকারী।
উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৫৬ হাজার ২০৯ টাকা। আটক পাচারকারীরকে মামলাসহ দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন