ছাত্রলীগে ‘ত্যাগী’ নেতা প্রমাণে ভুয়া ছবি ছড়ানোর অভিযোগ
ছাত্রলীগের ২৯তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করার জন্য ২০০৭ সালের সেনাবাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার ছবিকে ১/১১-এর বলে চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের অনুসারিরা।
ছবির ক্যাপসনে লিখেছেন, ‘ওয়ান-ইলেভেনে দেশরত্ন শেখ হাসিনার মুক্তি আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি আবিদ আল হাসান।’
অথচ ছবিটি ২০০৭ সালের আগস্ট মাসের সেনাবাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার ছবি।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে বিতর্ক তৈরি হয়েছে। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এর সমালোচনা করেছেন।
তৎকালীন আন্দোলনে থাকা বর্তমান ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা জানান, মূলত ছবিটি কোনো একক সংগঠনের নয় বরং ছাত্রদলসহ তৎকালীন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সিনিয়র সহ-সভাপতি বলেন, সংগঠনের পোস্ট পদবির জন্য এ রকম ভুয়া ছবি পোস্ট করে তিনি নিজে হাসির পাত্র হয়েছেন। সংগঠনের এতো গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কর্মকাণ্ড খুবই বেমানান।
ভুয়া ছবির বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘আমি এই ছবিটা দেখেছি। এটা ১/১১’র ছবি নয়। কিছু অতি উৎসাহী নেতাকর্মী এটা ছড়াচ্ছেন। আমি প্রোফাইল পিকচার পরিবর্তন করলেও অনেকে শেয়ার দেন।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন