ছাত্রলীগ সেক্রেটারি জাকিরকে শাসালেন কাদের
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে আবারও শাসালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর দেয়া ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদককে দেখামাত্রই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে ডেকে জিজ্ঞেস করেন, ‘আবার কী আকাম করে এসেছো।’
এর উত্তরে জাকির হোসাইন বলেন, ‘আমি কিছু করিনি।’ এতে ওবায়দুল কাদের বলেন, ‘তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ঠিক হয়ে যাও। আমি বুড়ো বয়সে আর ছাত্রলীগের দায়িত্ব নিতে পারব না।’
এ সময় জাকির হোসাইন আর কোনো জবাব না দিয়ে জড়সড় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন।
এর আগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভার আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘এত প্রটোকল নিয়ে ঘোর কেন? আমরাও এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলাম, তখন আমরা তো এত প্রটোকল নিয়ে ঘুরিনি।’
সেদিন উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ইশারায় সভাস্থল ত্যাগ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন