ছাত্রের সঙ্গে এ কী করলেন নারী অধ্যক্ষ!
বিশ্বে প্রতিনিয়ন একের পর এক নানা ধরণের অদ্ভুত ঘটনা ঘটছে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের পাতিয়ালার জেলার মরদানপুরে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের পর শারীরিক সম্পর্ক স্থাপনে চাপ দেয়ার অভিযোগে ওঠেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের নারী অধ্যক্ষের বিরুদ্ধে।
অবশ্য এর সাজা ও পেয়েছেন ওই অধ্যক্ষ। ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নারী অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার ১৭ বছরের ওই কিশোর দ্বাদশ শ্রেণির ছাত্র। ৫২ বছর বয়সী ওই নারী অধ্যক্ষ ওই কিশোরকে প্রায়ই যৌন নির্যাতন করতেন। এমনকি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাপ দিতেন।
এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ওই অধ্যক্ষের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন অভিভাবকেরা। পরে এ ঘটনার তদন্ত শুরু হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন পাঞ্জাব শিক্ষা অধিদপ্তরের শিক্ষাসচিব কৃষাণ কুমার।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই নারী অধ্যক্ষ ব্যক্তিগত জীবনে বিবাহিত, তার বিরুদ্ধে ছাত্রকে যৌন হয়রানির ঘটনার তদন্ত করেন শিক্ষা বিভাগের কর্মকর্তা নিশি জালোটা।
নির্যাতনের শিকার ছাত্র অভিযোগ করেন, স্কুলে ক্লাস চলাকালীন সময়ে ওই অধ্যক্ষ নিজের কক্ষে ডেকে নিয়ে তাকে পাশে বসাতেন। এমনকি মাঝে মাঝে অধ্যক্ষ তার পাতিয়ালার বাসায় নিয়ে যেতেন ওই ছাত্রকে।
প্রতিবেদনে আরো বলা হয়, সম্প্রতি অধ্যক্ষের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। পরে ওই ছাত্র বিষয়টি অভিভাবককে জানালে অভিভাবক ও গ্রামবাসী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে অধ্যক্ষের শাস্তি দাবি করেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা নিশি জালোটা বলেন, নির্যাতনের শিকার ছাত্র, তার অভিভাবক, স্কুলের কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের জবানবন্দি রেকর্ড করে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে ওই নারী অধ্যক্ষ দোষী বলে প্রমাণিত হয়েছেন।
ওই অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ এটাই প্রথম নয়। গত বছর দ্বাদশ শ্রেণির আরেক ছাত্র তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিল। সে সময় শিক্ষামন্ত্রী দলজিৎ সিং চিমার কাছে এ অভিযোগ পাঠানো হয়েছিল। কিন্তু তখন অধ্যক্ষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন