‘ছুটির ঘণ্টা’র নির্মাতার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিখ্যাত চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’র নির্মাতা পরিচালক আজিজুর রহমানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চলচ্চিত্র নির্মাতার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।
বুধবার চলচ্চিত্র প্রযোজক ও অভিনেত্রী শাবানার স্বামী ওয়াহিদ সাদেকের হাতে অনুদানের টাকা তুলে দেন শেখ হাসিনা। এ সময় অভিনেতা রিয়াজ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সব তথ্য জানিয়েছেন।
গত সোমবার (১৯ জুন) চলচ্চিত্রের কয়েকজন শিল্পী-নির্মাতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আজিজুরের চিকিৎসায় সাহায্য করার আবেদন জানান। সে সময়ই প্রধানমন্ত্রী তার চিকিৎসার সমস্ত খরচ বহনের দায়িত্ব নেয়ার কথা জানান।
আজিজুর রহমান বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। গত ১৪ মে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি।
এক সপ্তাহ পর বাসায় ফিরলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন