ছয় মাস পর খুললেও ভিড় নেই তাজমহলে
মহামারী করোনাভাইরাসের কারণে ছয় মাস বন্ধ থাকার পর সোমবার থেকে আবার খুলেছে ভারতের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ তাজমহল। তবে দর্শণার্থীদের সাড়া মিলেনি।
চলতি মাসের প্রথম সপ্তাহে উত্তর প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ তাজমহল খোলার সিদ্ধান্ত নেয়। করোনার কারণে আগত দর্শণার্থীদের আলাদা ছবি তোলার অনুমতি দিলেও দলবদ্ধভাবে ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে।
করোনার আগে গড়ে ৭০ হাজার দর্শণার্থী প্রতিদিন তাজমহলে ভিড় জমাতেন।
এখন প্রতিদিন তাজমহলে প্রবেশ করতে পারবেন মাত্র ৫ হাজার দর্শণার্থী।
তাজমহলের তত্ত্বাবধায়ক অমর নাথ গুপ্ত জানান, পূর্ব ও পশ্চিমের গেটগুলোতে স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক দূরত্বের জন্য বৃত্ত আঁকা হয়েছে।
সূত্র: বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন