জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিষেধাজ্ঞার পরেও চলছে বাহাদুর শাহ পরিবহন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন চলাচলকারী বাহাদুর শাহ পরিবহনের স্টান্ড উঠিয়ে তাদের চলাচল বন্ধ করণ এবং সদরঘাটগামী সকল বাসে সপ্তাহে সাতদিনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার বিষয়ে জানানো হয়।
রবিবার (৩০ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাস মালিক সমিতি, সাংবাদিক, পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকেই প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে সদরঘাটগামী বেশ কিছু বাহাদুরশাহ পরিবহনকে চলাচল করতে ও স্ট্যান্ড করে রাখতে দেখা যায়।
সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন গিয়ে দেখা যায়, বাহাদুরশাহ পরিবহন স্ট্যান্ড করে রাখা হয়েছে। যা চলাচল করছে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে দিয়েই।
বাহাদুর শাহ পরিবহন চালানো কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলে জানা যায় তারা এ বিষয়টি অবগত নয় আবার কেউ কেউ বলছে যাত্রীরা ভাড়া দেয় সদরঘাটের তাদের পৌছায়া না দিলে চিল্লাচিল্লি করে এ জন্য তারা গাড়ি চালাচ্ছে।
বাহাদুর শাহ পরিবহন চলাচল নিয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেটের এলাকায় কোনো লেগুনা স্টান্ড থাকবে না, তাদের সাথে কি আলাদা করে বসা লাগবে কি না জানতে চাইলে তিনি জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন কি প্রতিদিন তাদের সাথে আলোচনা করবে নাকি, লেগুনা স্টান্ড উঠিয়ে দেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন