জনগণ ভোট কেন্দ্রে যাবে না : বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক
আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন প্রতিহতের চেয়ে ভোট বর্জনে গুরুত্বারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।
তিনি বলেন, সকল প্রতিকূলতা উপেক্ষা করে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে বিএনপি। অসহযোগ আন্দোলন শান্তিপূর্ণভাবে পালন করেই সরকারকে বার্তা দেয়া হয়েছে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন জয়নাল আবদিন ফারুক।
জয়নাল আবদিন ফারুক বলেন, গণসংযোগ কর্মসূচিতে সারাদেশে ভালো সাড়া পাওয়া যাচ্ছে, জনগণ ভোট কেন্দ্রে যাবে না।
সরকার আবারও ’১৪ এর মতো ভোটবিহীন নির্বাচন করে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। কিন্তু দেশের মানুষ এই নির্বাচনকে বর্জন করেছে। তারা ভোটকেন্দ্রে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. শামীম, ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলমগীর হোসেন খলিলি, ওলামা দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ, কাজী নাসিরসহ ওলাম দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন