জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতঘরে দুর্বৃত্তদের আগুন

জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার পিতা-মাতা সহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যে মুমন্তাবস্থায় ছিলো।

বাহির থেকে দরজা বন্ধ করে এ আগুন দেয়া হয় বলে জানায় কাফির পিতা। তবে ৪০ দিনের শিশু সন্তানকে নিয়ে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছে। এসময় কাফির বাবার ডান হাত কিছুটা আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম ভুক্তভোগী হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

এদিকে সাংবাদিক সম্মেলনে নুরুজ্জামান কাফি বলেন,
সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ী ভাংচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, শ্লোগান দেই। এ ঘটনার কারনে আজ আমার বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ছাত্র জনতার বিপ্লবের বিজয়ের পর নতুন সরকার দেশ পরিচালনা করছে। সেনা বাহিনী মাঠে রয়েছে।

সে অবস্থায় আমার পরিবারের ৬ সদস্যকে ঘরে অবরুদ্ধ করে আগুন লাগিয়ে হত্যাচেস্টা করা হয়েছে। আমি সরকারের কাছে ৭২ ঘন্টার আপরাধীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

কলাপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম ইসলাম বলেন, আগুনের ঘটনা শুনেছি। অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।