জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে গোলটেবিল সভা

জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সাতক্ষীরায় এক গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় মানবাধিকার সংগঠন স্বদেশ-এর উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা মানবাধিকার রক্ষা, জবাবদিহিতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সিনিয়র সাংবাদিক মানবাধিকার কর্মী কল্যাণ ব্যানার্জি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই তুফান দুলাল মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সরকারি কে বি এ কলেজের শিক্ষক পবিত্র মোহন দাশ এবং পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, সংবিধানে নাগরিক অধিকার, সমতা, স্বাধীনতা ও ন্যায়ের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সুশীল সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য। মানবাধিকার সুরক্ষায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করা, তথ্য অধিকার আইন সহজীকরণ, নাগরিক শুনানি ও অনলাইন অভিযোগ ব্যবস্থা কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের মধ্যে সহযোগিতা বাড়বে, যা স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।