জবিতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে শাটল ট্রিপ

শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন ও যানজটের সমস্যা থেকে পরিত্রাণ পেতে রাজধানীর কয়েকটি রাস্তায় দুইটি শাটল ট্রিপ বাস চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবহন প্রশাসন।
রবিবার (২১ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক প্রফেসর ড.ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
শাটল ট্রিপে একতলা বাসগুলো প্রতিদিন সকাল ১১.৩০ থেকে রাজধানীর দুইটি রাস্তায় চলাচল করবে। এক নাম্বার রুট প্ল্যান বাসটি চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গুলিস্তান, নগর ভবন, দোয়েল চত্বর, সচিবালয়, জিরো পয়েন্ট এবং দুই নাম্বার রুট প্ল্যান বাসটি চলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দয়াগঞ্জ মোড়,জুরাইন, ধোলাইপাড়,যাত্রী বাড়ি, জনপদ মোড়, দয়াগঞ্জ মোড় দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















