জবি ছাত্রদলের পক্ষ থেকে নিরাপত্তা কর্মী এবং অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/IMG-20241209-WA0047-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেলের পক্ষ থেকে ক্যাম্পাস প্রাঙ্গনে ক্যাম্পাস এর নিরাপত্তা কর্মী এবং ক্যাম্পাস এলাকার গরিব, অসহায় ও পথ শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় এর মূল ফটকের সামনে গরিব, অসহায় ও পথ শিশুদের শীত বস্ত্র বিতরণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে বেগম খালেদা জিয়ার নাম ফলকের সামনে ক্যাম্পাস নিরাপত্তা কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় শীতের আগাম প্রস্তুতি হিসেবে আজকের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রচন্ড শৈত প্রবাহে মানুষের যেন কষ্ট না হয় তার আগাম প্রস্তুতি হিসেবেই আজকের এই কর্মসূচী পালন করলাম। ভবিষ্যতেও এইরকম জনকল্যাণমুখী কাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিয়োজিত থাকবে।
এই সময় অন্যান্য নেতৃ বৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ সভাপতি ওহায়উদ্দিন জামান নিক্সন, যুগ্ম সম্পাদক ওহাদুজ্জান তুহিন, শাহারিয়ার হোসেন, রফিকুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক তৌহীদ চৌধুরী, আপ্পায়ন বিষয়ক সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি, সহ সাংগঠনিক মোবাইদুর রহমান, মাহিদ হাসান, ১নং সদস্য মোঃ সাদমান আমিন সাম্য সহ উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী সাকিবুল হাসান, তানভীর হাসান, তানভীর আহমেদ, আকাশ, সানজিদ, আতাউর রহমান, সিফাত, রুহান, তৌফিক, জয় সাহা, সৌরভ, সানি, ইউসুফ, জুমন, শফিউল, শাহাদাত, বিল্লাল, আতিক, সহ প্রায় শতাধিক নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন