জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মুরগির খাদ্য বিতরণ


জয়পুরহাটের পাঁচবিবিতে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রানি সম্পদ দপ্তর কর্তৃক তাদের মাঝে মুরগির খাদ্য উপকরন বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়।
(১৪ মার্চ) শুক্রবার বেলা ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালের আয়োজনে প্রানি সম্পদ অফিস চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। উপস্হিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডাঃ হাসান বলেন, ইতোপূর্বে উপজেলার বিভিন্ন এলাকার ৬ শ ৬৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক প্রতি জনকে ২০ টি করে মুরগী প্রদান করা হয়েছিল।
আজ সেসব মুরগির খাদ্য হিসাবে পুরাতনদেরকে ৫০ কেজি ও নতুনদেরকে ৫৯ কেজি করে ফিড বিতরণ করা হবে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মহিপুর গ্রামের সত্যেন, কাশিয়াবাড়ির ফিলিপ কিসপট্টা, বেতগাড়ির জয়ন্তী বলেন, সংসারে স্বাবলম্বী হতে এসব মুরগী অনেক সাহায্য করবে। মুরগি ও ফিড পেয়ে আমরা অনেক খুশি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন