জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এখন চট্টগ্রামে
জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে এসে পৌঁছেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনিবার বেলা ১১টার দিকে বিমান যোগে চট্টগ্রামে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, নাগরিকের ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ ও জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
এর আগের রাতে এসেছেন জেএসডির প্রেসিডেন্ট আসম আবদুর রব ও ভাইস প্রেসিডেন্ট তানিয়া রব।
তারও একদিন আগে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মীর মো. নাছির উদ্দিন, মো. শাহজাহান, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক ফজু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।
বেলা সাড়ে ১১টার সময় চট্টগ্রামের লালদীঘির পূর্বপাশে অবস্থিত হযরত আমানত শাহ মাজার জিয়ারত করেছন জাতীয় এ নেতৃবৃন্দ।
দুপুর দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। তবে তার আগ থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেছেন। ইতোমধ্যে সমাবেশস্থলের সামনে শতশত নেতাকর্মী সমবেত হয়েছেন।
সমাবেশ মঞ্চের চারপাশে দাঙ্গা পুলিশ অবস্থান নিয়েছেন।
বিএনপির অভিযোগ সমাবেশের মাইক মঞ্চের পঞ্চাশ গজের বাহিরে বাঁধতে দেয়নি পুলিশ। একইভাবে সবাবেশস্থলে নেতাকর্মীদের আসতে বাধা দিচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন