জামানত ছাড়া ঋণ পাচ্ছেন না ক্ষুদ্র উদ্যোক্তারা

ব্যাংকের আমলাতান্ত্রিক জটিলতা ও জামানত ছাড়া ঋণ পান না অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। ফলে পর্যাপ্ত মূলধনের অভাবে তাদের ব্যবসার প্রসার ঘটছে না।

রাজধানীর ইস্কাটনের বাসিন্দা সুপর্ণা বণিক। চার বছর ধরে শাড়ি তৈরি করছেন। কিন্তু মুলধন না থাকায় ঘরে বসেই বিক্রি করতে হয় পণ্য। তার মতো অনেক উদ্যোক্তার মুল সমস্যা মুলধন সংকট।

দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প রয়েছে প্রায় ১০ লাখ। কর্মসংস্থানের পাশাপাশি ভূমিকা রাখছে দারিদ্র্য বিমোচনে। বর্তমানে ব্যাংকগুলোকে মোট ঋণের অন্তত ২০ ভাগ ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিতরণের নির্দেশনা রয়েছে। তবে তা মানছে না অনেকে।

বাহারি পোশাক, বুটিকস, হাতে তৈরি নানা পণ্য উৎপাদন করছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। এ বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি ঋণ পাওয়ার ক্ষেত্রে সহায়তা করে আসছে এসএমই ফাউন্ডেশন।

সরকারি তথ্য মতে, জিডিপি প্রবৃদ্ধির ২৫ ভাগই আসে এসএমই খাত থেকে, এ খাতে কাজ করছে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ।