জাম পারতে গিয়ে বাড়ি ফেরা হলো না কৃষক আলাল মিয়ার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/06/dead-bg20200116043418.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শেরপুর জেলার নকলায় জামগাছ থেকে পড়ে আলাল মিয়া (৩০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, মৃত আলাল মিয়া ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, জামপাড়ার জন্য আলাল মিয়া গাছে উঠলে ডাল ভেঙ্গে ওই গাছ তলায় সবজির বাগানের বাঁশের খুটিতে পড়ে যায়। বাঁশের খুটি আলাল মিয়ার পেটে ডুকে গেলে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন