জয়ের দ্বারপ্রান্তে থেকেও ড্র করলো বাংলাদেশ
শেষ মুর্হূতের গোলে বাংলাদেশের বিপক্ষে হার এড়াতে সক্ষম হলো সেশেলস। চার জাতি ফুটবল টুর্নামেন্টে ১-১ ব্যবধানে ড্র দিয়ে যাত্রা শুরু করল লাল-সুবজরা।
বুধবার (১০ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রেসকোর্স মাঠে প্রথামার্ধেই এগিয়ে যায় জামাল ভূঁইয়ার দল।
ম্যাচের ১৬ মিনিটে টুটুল হোসেন বাদশার বাড়ানো বলে সাদ উদ্দিনের পায়ে লেগে তা চলে যায় মোহাম্মদ ইব্রাহিমের কাছে।
বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড ইব্রাহিম অবশ্য গোল করতে ভুল করেননি। আফ্রিকার দেশটির ডিফেন্ডারদের বোকা বানিয়ে জোড়ালে শটে এগিয়ে দেন বেঙ্গল টাইগারদের।
বিরতিতে যাবার আগে একের পর সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশের আক্রমণ ভাগ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও দাপট দেখায় মারিও লামোসের শিষ্যরা। তবে প্রথামার্থের মতো ব্যবধান বাড়াতে ব্যর্থ হন সুমন রেজা-রাকিব হোসেনরা।
অন্যদিকে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে রশিদ লাবরোসে সেশেলসের পক্ষে গোল দেন। এতে ১-১ এর সমতায় শেষ হয় ম্যাচটি।
বাংলাদেশ একাদশ
গোলরক্ষক
আনিসুর রহমান জিকো
রক্ষণভাগ
তপু বর্মণ, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশাহ ও সুশান্ত ত্রিপুরা।
মধ্যমাঠ
জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, রাকিব হোসেন ও সাদ উদ্দিন,
আক্রমণভাগ
সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন