ঝালকাঠির কাঠালিয়ায় আওয়ামী লীগ নেতার দুর্নীতির বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন ফরাজী ও তার বড় ভাই ফরিদুজ্জামান জাহাঙ্গীর ফরাজী বেপরোয়া দুর্নীতির বিচারের দাবিতে স্থানীয় কৈখালী বাজারের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেছে।
(২৩ ডিসেম্বর) সোমবার সকাল ১১ টায় কৈখালী বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি সদস্য ব্যবসায়ী জাফর আলী খান, এসময় তিনি অভিযোগ করেন জাকির ফরাজী চেয়ারম্যান থাকাকালীন সময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চেচরীরামপুর মাধ্যমিক বিদ্যালয় ও শানে এলাহি দাখিল মাদ্রাসায় বিভিন্ন পদে লোক নিয়োগ করে প্রায় ৯০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন।
এছাড়া গ্রাম পুলিশ নিয়োগ, টিআর,কাবিখা, এলজি, এসপি সহ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তার বড় ভাই ফরিদুজ্জামান জাহাঙ্গীর ফরাজী কৈখালী বাজারের সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মান করেছেন। এসব দুর্নীতির কেউ প্রতিবাদ করলে তাকে মামলা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এ আওয়ামী লীগ নেতার সৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন বতর্মানে তারা বিএনপিতে অনুপ্রবেশ করতে চায়, তারা বিএনপিতে আসলে বিএনপির ভাবমূর্তি নস্ট হবে। জাহাঙ্গির ফরাজী চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হতে চায়, তিনি সভাপতি হলে স্কুলের ক্ষতি ছাড়া উপগার হবেনা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঃ রশিদ খান, মোঃ আলমগীর, মোস্তফা খান, আঃ ওহাব হাওলাদারসহ কৈখালী বাজারের ব্যবসায়ীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন