টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবের মাঠ দ্য ভিলেজে শুরু হয়েছে ম্যাচটি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টিভি ও মাছরাঙায় সরাসরি সম্প্রচার করছে ম্যাচটি।
প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে বড় জয় পায় ক্যারিবিয়ানরা। এতে বোনাস পয়েন্ট নিয়ে এগিয়ে যায় উইন্ডিজ। যদিও বাংলাদেশের বিপক্ষে হারতে হয়েছিল জেসন হোল্ডার নেতৃত্বাধীন দলটিকে।
সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ-আয়ারল্যান্ড বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি। দুই দলই দুই পয়েন্ট পেয়ে যায়। চতুর্থ ম্যাচে আইরিশরা বড় সংগ্রহ করেও শেষ পর্যন্ত উইন্ডিজদের কাছে হারতে হয় তাদের।
পঞ্চম ম্যাচে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের মোট পয়েন্ট ৯। বাংলাদেশের ছয়। অন্যদিকে আইরিশরা তুলতে পেরেছে মাত্র দুই পয়েন্ট।
এদিন মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে আবু জায়েদ রাহীকে বাংলাদেশ দলে নেয়া হয়েছে। অন্যদিকে শেনন গ্যাবব্রিয়েলকে বাদ দিয়ে ক্যারিবীয়দের একাদশে রাখা হয়েছে রেমন রেইফারকে।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ, সুনীল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, জেসন হোল্ডার-(অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও রেমন রেইফার।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আবু জায়েদ রাহী, মুস্তাফিজুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন