টুইটার অ্যাকাউন্ট ফিরে পেলেন ডোনাল্ড ট্রাম্প
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/IMG-20221119-WA0013-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জনপ্রিয় যোগাযোগমাধ্যম টুইটার সম্প্রতি কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। এরপরেই জল্পনা ওঠে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাহলে কি তার অ্যাকাউন্ট ফিরে পাচ্ছেন?
এই নিয়ে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ব্যাপারে একটি জরিপ শুরু করেন ইলন মাস্ক।
গত ১৮ নভেম্বর শুরু হওয়া জরিপে ফলোয়ারদের কাছে মতামত চান টুইটারের মালিক ইলন মাস্ক। এরপরেই ১৯ নভেম্বর (শনিবার) যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট সচল অবস্থায় দেখা গেছে। ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে কি না জরিপে ১৫ মিলিয়নেরও বেশি লোক ভোট দেন। যেখানে ৫১ দশমিক ৮ ভোট পক্ষে পড়ে।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার পর থেকে ট্রাম্পের অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছিল। টুইটারে ট্রাম্পের প্রায় ৯ কোটি ফলোয়ার ছিল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন