ট্রাক থেকে চাল ছিনতাইয়ের সময় যুবলীগ নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাক থেকে চাল ছিনতাইয়ের সময় এক যুবলীগ নেতাসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫টি বৈদ্যুতিক মিটারও উদ্ধার করা হয়। শুক্রবার সকালে ফতুল্লা পোস্ট অফিস এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে সন্ধ্যায় মামলা দায়েরের পর বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
.
গ্রেফতার যুবলীগের ফতুল্লা ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত আনোয়ার (২৬) ফতুল্লা দাপার এলাকার ছলিম মিয়ার ছেলে। অন্যরা হলেন- জামাল হোসেনের ছেলে বাকির হোসেন (২২), মোল্লা মিয়ার ছেলে আকাশ (২০) ও মোতালেব মিয়ার ছেলে আবদুর রশিদ (৪০)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, তারা মূলত রাস্তায় চুরি-ছিনতাই করে থাকে। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে চালভর্তি ট্রাক আটক করে তিন বস্তা চাল রেখে ট্রাকটি ছেড়ে দেয় তারা।
তিনি বলেন, এসময় এএসআই আলমগীর ধাওয়া করে চারজনকে গ্রেফতার করে। তখন তাদের কাছ থেকে তিন বস্তা চাল, ১৫টি নতুন বৈদ্যুতিক মিটার ও কয়েকটি ত্রিপল উদ্ধার করা হয়েছে।
চার ছিনতাইকারীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে বলে জানান ওসি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন