ট্রাম্পের নির্দেশ পেলে এক সপ্তাহের মধ্যে চীনে পরমাণু হামলা!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও কমান্ডার ইন চিফ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলে আগামী এক সপ্তাহের মধ্যেই চীনে পরমাণু হামলা চালাবে দেশটির সেনারা।
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এমন বিস্ফোরক মন্তব্য করেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডাম স্কট সুইফ্ট।
এদিন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনে নানা বিষয়ে মতবিনিময় করেন তিনি।
এ সময় তাকে প্রশ্ন করা হয়, ট্রাম্পের নির্দেশ পেলে আগামী সপ্তাহে চীনে পরমাণু হামলা চালাবেন কিনা? সঙ্গে সঙ্গে মার্কিন নৌবহরের সর্বাধিনায়ক স্কট বলেন, জবাবটি হবে ‘হ্যাঁ’।
এই জবাবের ব্যাখ্যায় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যেকে শপথ নিয়েছেন দেশের সংবিধান রক্ষার জন্য। দেশে বা বিদেশে মার্কিন স্বার্থ বিঘ্নিত হচ্ছে এমন অবস্থায় সেনা কর্মকর্তা এবং প্রেসিডেন্টের নির্দেশ মানতে বাধ্য তারা। মার্কিন গণতন্ত্রের এটাই রীতি।
এদিকে স্কটের বক্তব্যে বিতর্ক তৈরির আশংকায় প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মুখপাত্র চার্লি ব্রাউন এ নিয়ে মুখ খুলেছেন।
তিনি বলেন, চীনে পরমানু হামলার প্রশ্নটিই হাস্যকর। তবে স্কটের কথাতেই পরিষ্কার যে তিনি সেনাদের ওপর নির্বাচিত সরকারের কর্তৃত্ব চূড়ান্ত বলে স্বীকার করেছেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া উপকূলে ‘তালিসমান সাবের’ নামে যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ও অস্ট্রেলিয়ার সেনারা।
এতে অংশ নিয়েছে ৩৬টি যুদ্ধ জাহাজ। যার মধ্যে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী জাহাজ রোনাল্ড রেগন, ২২০টি বিমান এবং ৩৩ হাজার সেনা রয়েছে।
এদিকে অস্ট্রেলিয় সমুদ্রসীমার বাইরে উত্তর–পূর্ব দিক থেকে যৌথ মহড়ার ওপর নজরদারি করছে চীনের গোয়েন্দা জাহাজ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন