ট্রাম্পের সোশ্যাল অ্যাপের রেকর্ড ডাউনলোড প্রথম দিনেই
আবার বাজিমাত করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’ বাজারে আসতেই গড়ল নতুন নজির। সোমবার বাজারে আসতেই অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে অ্যাপটি।
তবে নজির গড়ার পাশাপাশি প্রথম দিন সমস্যাও তৈরি করেছে নয়া অ্যাপ। প্রযুক্তিগত ত্রুটির কারণে এখানে নাম রেজিস্ট্রেশন করাতে সমস্যা হয়েছে বহু ইউজারের। আবার অনেকে মেসেজও পান ওয়েটলিস্টে থাকার অনুরোধ জানিয়ে। সেখানে তাদের জানানো হয়েছে, অত্যধিক চাহিদার কারণেই এ সমস্যা তৈরি হয়েছে। ‘ট্রুথ সোশ্যাল’ বাজারে আসছে এটা জানা যায় সপ্তাহখানেক আগে। ১৫ ফেব্রুয়ারি ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জুনিয়র টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে ওই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের ঘোষণাটি দেখা যাচ্ছে। তাতে লেখা ছিল, ‘ব্রেকিং : এটাই ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পোস্ট।’ ট্রাম্পের ঘোষণা, তৈরি থাকুন। আপনাদের প্রিয় প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ হবে।’ এরপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। অবশেষে সোমবারই আত্মপ্রকাশ করেছে ‘ট্রুথ সোশ্যাল’।
বিদ্বেষমূলক মন্তব্য এবং হিংসা ছড়ানোর অভিযোগে একাধিক সোশ্যাল মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল। বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এরপরই ট্রাম্প সিদ্ধান্ত নেন নিজস্ব সোশ্যাল মিডিয়া এনে ফেসবুক, টুইটারের মতো শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়াকে টক্কর দেওয়ার। এখন দেখা যাক কতটা পারেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন