ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার সকালে।
সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী।
শুক্রবার ভোর থেকেই টিকিট প্রত্যাশীরা স্টেশনে আসতে শুরু করেছেন। আজ অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন হওয়ায় স্টেশনে খুব বেশি ভিড় ছিল না। তবে দিনাজপুরগামী ট্রেনের টিকিট কাউন্টারে তুলনামূলক ভিড় বেশি ছিল।
এদিকে রংপুর এক্সপ্রেসের অগ্রিম টিকিট আজ দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন এই ট্রেনের টিকিট নিতে আসা যাত্রীরা। একাধিক যাত্রী জানান, রংপুর এক্সপ্রেসের টিকিট নিতে এসেছিলেন তারা, কিন্তু আজ এই ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে না। এ ছাড়া আজ রংপুর এক্সপ্রেসের টিকিট দেওয়া হবে না, সে বিষয়ে আগে থেকে যাত্রীদের জানানো হয়নি। তাই ভোর থেকে টিকিটের জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে স্টেশন ম্যানেজার সীতাংশ চক্রবর্তী জানান, আজ ২৭ আগস্টের (রোববার) টিকিট বিক্রি হচ্ছে। ওই দিন রংপুর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে না।
তিনি আরো জানান, ঈদের পাঁচদিন আগ থেকে সব সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়। তবে ২৭ আগস্ট ওই পাঁচ দিনের মধ্যে পড়ছে না। তাই সাপ্তাহিক ছুটির কারণে রংপুর এক্সপ্রেসের ২৭ আগস্টের টিকিট বিক্রি হচ্ছে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন