ঠাকুরগাঁর পীরগঞ্জে তীব্র দাবদাহে প্রস্তুতি সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-23-at-12.36.03-PM1-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চলমান তীব্র দাবদাহ পরিস্থিতিতে সরকারী নির্দেশনা বাস্তবায়ন এবং দুর্ঘটনা এড়াতে প্রস্তুতি মুলক জরুরী সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা হয়।
এতে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাফিজুর রহমান, বাজার দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান নান্নু।
সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা শিক্ষক সমিতির (মাধ্যমিক) সভাপতি মফিজুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আব্দুল ওহাব, উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক আব্দুল খালেক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবী সংগঠন আইপজেটিভ, ল্যাম্পপোষ্ট, বে-সরকারি সংস্থা ইএসডিও, গুড নেইবারস, সিডিএ এবং অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় তীব্র দাবদাহে সরকারি নির্দেশনা বাস্তবায়স সহ করনীয় বিষয়ে বেশ কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন