ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমি অফিসের কেরানীর বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ
ঠাকুরগাওয়ের পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অফিসের কেরানী রহিমার বিরুদ্ধে ঘুষ দাবীর করার অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি গত ১৪ নভেম্বর এ অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌর শহরের গুয়াগাঁও মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে সফিকুল ইসলামের খারিজ খতিয়ান বাতিল সংক্রান্ত একটি মিস কেস সহকারী কমিশনার (ভূমি) পীরগঞ্জ অফিসে চালু রয়েছে ( যাহা নম্বর এক্স আই আই আই/৫৯/২০২২-২০২৩) ওই খারিজ বাতিল মিস কেসটির গত ১৩ নভেম্বর তারিখ দিন ছিল।
সেই তারিখে ঠাকুরগাঁও বিজ্ঞ জেলা জজ আদালত হতে প্রাপ্ত মিস আপীল ১৯/২০২৩ নং মোকদ্দমার একটি ইনফরমেশন স্লিপ ও ১টি মৃত্যুর সনদপত্র উক্ত মিস কেসে জমা করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে গিয়ে কেরানী রহিমাকে অনুরোধ করেন এবং তার প্রাপ্তি স্বীকার পত্র চান সফিকুল।
এ সময় কেরানী “রহিমা” কাগজ পত্র হাতে নিয়ে এক লক্ষ টাকা ঘুষ দাবী করেন এবং বলেন যে, টাকা না দিলে কাগজপত্রগুলি খারিজ বাতিল মিস কেসের ফাইলে জমা করা হবে না। টাকা না দিলে আপনার কোন কাজ এই অফিসে হবে না। বিষয়টি সহকারী কমিশনার ভূমিকে জানালে তিনি অভিযোগের কোন ভ্রুক্ষেপ করেন নি।
মৌখিক ভাবে কেসের আংশিক শুনানী করেন এবং শুনানী কালে রহিমা শুনানী করতে বাধা দেয়। সেই সাথে পাল্টা যুক্তি দিতে থাকেন ও অসৈাজন্য মূলক আচরন করেন। রহিমা স্থানীয় হওয়ায় ভুমি অফিসে সেবা নিতে আসা ব্যাক্তিদের সাথে দাপট দেখিয়ে কথা বলেন ও অসৈাজন্য মূলক আচরন করে থাকেন।
অভিযোগের বিষয়ে রহিমার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, তাবিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন