ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধ ভাবে গুড় তৈরীর চুলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন
আঁখ দিয়ে অবৈধ ভাবে গুড় তৈরীর কারার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গুড় তৈরী করার চারটি চুলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার চাঁদপুর ও ভবানীপুর গ্রামে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসফাকুল কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব চুলা গুড়িয়ে দেন।
এ সময় ঠাকুরগাঁও চিনিকলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে অভিযানের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় আঁখ মাড়াই মেশিন সরিয়ে ফেলেন গুড় তৈরীর সাড়ে জড়িতরা।
সহকারী কমিশনার (ভুমি) ইশফাকুল কবীর জানান, ঠাকুরগাঁও চিনিকল কর্তপক্ষ উপজেলা প্রশাসনকে অবহিত করেন যে, উপজেলার চাঁদপুর ও ভবানীপুর গ্রামে কিছু লোক অবৈধ ভাবে আঁখ মাড়াই করে গুড় তৈরী করছেন। এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা দরকার।
এমন আভিযোগের ভিত্তিতে চিনিকলের কর্মকর্তাদের নিয়ে আভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে আঁখ দিয়ে গুড় তৈরী করার চুলা ও মাড়াইকৃত আঁখের ছোবড়া পাওয়া যায়। তবে মাড়াই মেশিন পাওয়া যায়নি। এ সময় গুড় তৈরী করার চুলা গুড়িয়ে দেওয়া হয় এবং সেই সাথে জড়িতদের সর্তক করে দেওয়া হয়। ভবিষ্যতে এমন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন