ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে বই পুড়ে যাওয়া শিক্ষার্থীদের পাশে ছাত্রদল


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে বই পুড়ে যাওয়া আট জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছে ছাত্রদল।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নের শিমুলবাড়ি চাঁপাপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাহুল পারভেজ সূর্য, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, আহ্বায়ক কমিটির সদস্য সাগর, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রকি, কলেজ ছাত্রদল নেতা হাসিনুর রহমান রিয়াদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেজবাহুল পারভেজ সূর্য জানান, গতরবিবার রাত ১১ টার দিকে উপজেলা শিমুলবাড়ি চাপাপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় নয়টি পরিবারের ১৫ লাখ টাকার ক্ষতি ও ওই পরিবার গুলোতে বসবাসরত শিক্ষার্থীদের সকল বই পুড়ে গেছে।
স্থানীয় সংবাদকর্মীদের সংবাদের মাধ্যমে জানতে পেরে আমরা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রথম থেকে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আট জন শিক্ষার্থীকে খাতা, কল, বোর্ড ও গাইড বই উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন