ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/pirganj-photo-27-06-24-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে ৫৬ কোটি ৯২ লাখ ১২ হাজার ২১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১ টার দিকে পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক।
ঘোষিত বাজেটে রাজস্ব রায় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৫৫২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৫৫২ টাকা। উন্নয়নখাতে আয় ধরা হয়েছে ৫৩ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৬৬২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৬৬২ টাকা। নতুন করে কোনো করারোপ করা হয়নি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান, উপজেলার আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক দীপেন রায়, মোশারফ হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূরজামান, পৌরসভার হিসাব রক্ষক রফিকুল ইসলাম, প্রধান সহকারী নূর মোহাম্মদ, পৌর কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সভাপতি তোজাম্মেল হক প্রমূখ।
এসময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন